সুনামগঞ্জে নানা আয়োজনে এসএটিভির ১ম বর্ষপূর্তি পালন
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সুনামগঞ্জে এসএ টিভির ১ম বর্ষপুর্তি পালিত হয়েছে। রোববার বিকেলে প্রেসক্লাবে বর্ষপুতির কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌর কলেজের অধ্যক্ষ শেরগুল আহমদ, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুর রশিদ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সোহেল আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও পৌর কাউন্সিলর আব্দুল্লাহ আল নোমান,জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিক আহমেদ চৌধুরী, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি পীর মাহবুব, যুগান্তর প্রতিনিধি হাবিব সারোয়ার আজাদ, সাংবাদিক মিজানুর রহমান মিজান, সংবাদ প্রতিক্ষণ বিশেষ প্রতিনিধি স্বপন কুমার সরকার, একটিভ সিটিজেন জেলা সভাপতি বুরহান উদ্দিন, জেলা আওয়ামী তরুণ লীগের সভাপতি সুয়েব চৌধুরী, সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মেহেদী হাসান চৌধুরী রাসেল, সাধারণ সম্পাদক রিংকু চৌধুরী, জেলা বাস্তুহারা লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম মিলন, দৈনিক সিলেট বাণীর বিশেষ প্রতিনিধি মো. আব্দুল শহিদ, যুবলীগ নেতা কে.এম শহিদুল সহ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
কেক কাটা শেষে একটি র্যালি বের হয়ে শহরের গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিণ করে পূনরায় প্রেসক্লাবে গিয়ে আলোচনা সভায় শেষ হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, ইলেক্ট্রনিক্স মিডিয়া জগতে এসএ টিভি নিরপেক্ষভাবে বস্তুনিষ্ট সংবাদসহ বিভিন্ন তথ্য ও বিনোদনমুলক অনুষ্টান সম্প্রচার করে এক বছরেই ইর্শ্বনীয় অবস্থান করে নিয়েছে।