জনবিচ্ছিন্ন সরকার পেশী শক্তির বলে ক্ষমতায় টিকে থাকতে চায় : মিজান
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ছাতক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী বলেছেন, অবৈধ সরকারের পতন ঘটিয়ে জাতীয়তাবাদী শক্তি রাজপথ ছাড়বে। গত ৫ জানুয়ারির একদলীয় নির্বাচনে দেশবাসী অংশ গ্রহন করেনি। জনবিচ্ছিন্ন এ সরকার পেশী শক্তিরবলে ক্ষমতায় টিকে থাকতে চায়। বিএনপির গণআন্দোলনকে নস্যাৎ করতে সরকার নেতাকর্মীদের উপর অমানষিক নির্যাতন করছে। সকল জেল-জুলুম উপেক্ষা করে সর্বস্থরের নেতাকর্মীরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সরকার পতনের আন্দোলনে রাজপথে রয়েছে।
সোমবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে প্রহসনের নির্বাচন প্রত্যাখান করায় ছাতকবাসীকে অভিনন্দন জানিয়ে ছাতক উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ছাতক উপজেলা বিএনপির সভাপতি ফারুক আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান জোয়াদ আলী, সাংগঠনিক সম্পাদক আবু হুরায়রা ছুরত, সহ-সভাপতি ফারুক আলী চেয়ারম্যান, ফরিদ উদ্দিন, আবু নছর, উপজেলা বিএনপির উপদেষ্টা সামছুল ইসলাম মেম্বার, মাষ্টার আব্দুল লতিফ, এমআর চৌধুরী রাজা, মনোহর আলী মেম্বার, বদর উদ্দিন মেম্বার, হাফিজুর রহমান, আতিকুর রহমান, আব্দুর রব মেম্বার, আব্দুল কদ্দুছ মেম্বার, মাষ্টার নাছির উদ্দিন, জমসর আলী, পৌর বিএনপির সহ-সভাপতি হাজী নিজাম উদ্দিন প্রমূখ।
বিক্ষোভ মিছিলটি ছাতক পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক পয়েন্টে এসে শেষ হয়।