সুশাসন প্রতিষ্ঠায় কাজ করছে সরকার: স্পিকার

সুশাসন এবং আইনের শাসন প্রতিষ্ঠা করাই নবনির্বাচিত সরকারের কাছে ‘বড় চ্যালেঞ্জ’ বলে কানাডার রাষ্ট্রদূতকে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

সোমবার দুপুরে সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে কানাডার রাষ্ট্রদূত হিদার ক্রুডেনের সঙ্গে এক বৈঠকের পর এ কথা জানান শিরীন শারমিন ।

তিনি গণমাধ্যমকে বলেন, “হিদার ক্রুডেন রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার পদক্ষেপের বিষয়ে জানতে চান। জবাবে আমি বলেছি, বাংলাদেশ সরকারের সামনে এখন বড় চ্যালেঞ্জ সুশাসন এবং আইনের শাসন প্রতিষ্ঠা করা। সরকার এসব চ্যালেঞ্জ সামনে রেখে কাজ করছে।”

এসময় দু’দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়েও মত বিনিময় হয় বলেও জানান শিরীন শারমিন।

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কানাডার রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে স্পিকার জাতীয় সংসদের সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে তাকে অবহিত করেন।

হিদার ক্রুডেন বাংলাদেশে তার দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতার জন্য স্পিকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বৈঠকে ভবিষ্যতে বাংলাদেশ ও কানাডার মধ্যে সম্পর্ক আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

x