সুনামগঞ্জ চেম্বারের শীতবস্ত্র বিতরণ
হতদরিদ্র-দুস্থ ও অসহায় মুক্তিযোদ্ধের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় সুনামগঞ্জ চেম্বার মিলনায়তনে এ শীত বস্ত্র বিতরণ করা হয়।
মোহাম্মদিয়া গ্রুপের চেয়ারম্যান ও বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই এর সাবেক সভাপতি মো. আনিসুল হকের ব্যাক্তিগত অর্থায়নে ও সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সহযোগিতায় যুদ্ধাহত গরীব মুক্তিযোদ্ধা, গরীব ও দুস্থ শীতার্তদের মাধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি খায়রুল হুদা চপল, সাংবাদিক লতিফুর রহমান রাজু, চেম্বারের পরিচালক মো. রাখাব উদ্দিন, চেম্বারের সচিব পুলক দাস, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা কেবি রশিদ, মুক্তিযোদ্ধা আব্দুল হাসিম প্রমুখ।
উল্লেখ্য, আড়াই শতাধিক গরীব-দুস্থ ও যুদ্ধাহত গরীব মুক্তিযোদ্ধাদের মধ্যে সোয়েটার বিতরণ করা হয় ।