ফুটপাত দখলমুক্ত করতে যৌথ অভিযানে নামছে সিটি কর্পোরেশন ও এসএমপি
সিলেট সিটি কর্পোরেশন ও সিলেট মেট্রোপলিটন পুলিশের ৩ দিনের আল্টিমেটাম শেষ হচ্ছে মঙ্গলবার। এরপর নগরীতে অবৈধভাবে দখলকৃত ফুটপাত ও ভাসমান দোকানপাট উচ্ছেদে যৌথ অভিযান পরিচালিত হবে।
আসন্ন টি টুয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এবং সিলেট নগরীর সৌন্দর্য্যবর্ধনের স্বার্থে সিলেট নগরীর অবৈধভাবে দখলকৃত ফুটপাত ও ভাসমান দোকানপাটকে সরিয়ে নিতে ৩ দিনের এ আল্টিমেটাম দেয় সিলেট সিটি কর্পোরেশন ও সিলেট মেট্রোপলিটন পুলিশ। এই লক্ষ্যে ১৯ জানুয়ারী থেকে রাতদিন একনাগাড়ে সিলেট নগরীতে মাইকিং করা হচ্ছে।
এই ব্যাপারে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সিলেট নগরীর সৌন্দর্য্য বর্ধন এর স্বার্থে ফুটপাত দখলমুক্ত করা এখন সময়ের দাবি। আমি নির্বাচিত হওয়ার পর থেকে এই ব্যাপারে কঠোর অবস্থান গ্রহণ করেছি। আশা করি, খুব তাড়াতাড়ি আমরা এর একটি স্থায়ী সমাধান করতে পারব।
এই ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) এজাজ আহমেদ বলেন, ইতোমধ্যে মাইকিং এর মাধ্যমে ২১ জানুয়ারীর মধ্যে অবৈধভাবে দখলকৃত ফুটপাত ও ভাসমান সকল দোকানপাট সরিয়ে নিতে বলা হয়েছে। ২১ জানুয়ারীর পর থেকে উচ্ছেদ অভিযান পরিচালিত হবে।
এই জন্য যত ফোর্স দরকার তা নিয়োগ করা হবে। অভিযানের জন্য সকল প্রস্ত্ততিও সম্পন্ন করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।