বনগাঁও সীমান্ত থেকে ৪৭৮ বোতল ভারতীয় মদ উদ্ধার

সুনামগঞ্জ সদর উপজেলার বনগাঁও সীমান্ত এলাকা থেকে ৪৭৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

সোমবার রাত সোয়া ৯টার দিকে সুনামগঞ্জ-৮ বিজিবির বনগাঁও বিওপির সদস্যরা এ মদগুলো উদ্ধার করে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত সোয়া ৯টার দিকে সুনামগঞ্জ-৮ বিজিবির নায়েব সুবেদার মো. আলা উদ্দিন মিয়ার নেতৃত্বে একদল জোয়ান বাংলাদেশ-ভারত সীমান্তের ১২১৭ এর ৭ এস পিলার এলাকায় ওৎ পেতে থাকে।

চোরাকারবারীরা ১২১৭ এর ৭এস পিলারের পার্শ্ববর্তী মাঠে বাংলাদেশ সীমানায় প্রবেশ করলে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া দেয়। এসময় তারা মদের বোতলগুলো ফেলে পালিয়ে যায়।

সুনামগঞ্জ-৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আজিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মদের আনুমানিক মূল্য সাত লাখ ১৭ হাজার টাকা।

x