অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
অসহায় ও দরিদ্র শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে সুনামগঞ্জ জেলা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি।
সোমবার বেলা ১১টায় শহরের কাজীর পয়েন্টে সমিতির কার্যালয়ে প্রায় অর্ধশতাধিক শীতার্তের হাতে শীতবস্ত্র তুলে দেয়া হয়।
অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী সমিতির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও প্রাক্তন সিভিল সার্জন ডা. সৈয়দ মোনাওয়ার আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব খুরশিদ আহমদের পরিচালনায় বস্ত্রবিতরণকালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার রাজিব আহমেদ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির সদস্য ও সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর দিলীপ কুমার মজুমদার, প্রফেসর ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস, প্রাক্তন শিক্ষক এডিএম রফিক, মাস্টার আব্দুল কাদির প্রমুখ।