২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা না চাইলে ব্যবস্থা: খালেদাকে আশরাফ
‘বাংলাদেশের যৌথ বাহিনীর সঙ্গে ভারতীয় সৈন্য একত্রিত হয়ে হামলা করেছে’ খালেদা জিয়ার এমন বক্তব্য দেশের সার্বভৌমত্ব ও সশস্ত্র বাহিনী নিয়ে খেলা করার শামিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
মঙ্গলবার বিকেলে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
আশরাফ বলেন, ‘খালেদা জিয়াকে এমন ভুল বক্তব্য দেয়ার জন্য ক্ষমা চাইতে হবে। জাতীয় দৈনিক ইনকিলাব ভুল তথ্য প্রকাশের জন্য যেমন ক্ষমা চেয়েছে, ঠিক তেমনি খালেদা জিয়াকে ভুল বক্তব্য দেয়ার জন্য ক্ষমা চাইতে হবে।’
সমাবেশে দেয়া খালেদা জিয়ার বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে আশরাফ বলেন, ‘আমি আশা করছি তিনি ২৪ ঘণ্টার মধ্যে তার এ বক্তব্য তুলে নেবেন এবং ক্ষমা চাইবেন।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘কেউ যদি বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে এমন খেলায় লিপ্ত হন, তাহলে তার বিরুদ্ধে অবশ্যই সরকার ব্যবস্থা নেবে।’