দিরাইয়ে ট্রলিচাপায় দিনমজুর নিহত
দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের আনোয়ারপুর গ্রামে পাওয়ার টিলারের (ট্রলি) চাপায় এরশাদুল হক (৪৫) নামে এক দিনমজুর নিহত হয়েছেন।
সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
এরশাদুল ওই গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে।
স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে স্থানীয় হাওর থেকে ট্রলিতে করে মাটি নিয়ে গ্রামে ফিরছিলেন এরশাদুল। এসময় হঠাৎ তিনি ট্রলি থেকে রাস্তায় পড়ে গেলে ওই ট্রলির নিচেই চাপা পড়ে গুরুতর আহত হন। এ অবস্থায় এরশাদুলকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।