এমএ মান্নানকে জগন্নাথপুর আওয়ামীলীগের সংবর্ধনা
সুনামগঞ্জ-৩ আসনের (জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ) সাংসদ এমএ মান্নান এমপি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় তাঁকে সংবর্ধনা প্রদান করেছে জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন।
মঙ্গলবার দুপুরে জগন্নাথপুর উপজেলার আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়ামে আয়োজিত সংবর্ধনা সভায় সংবর্ধিত অতিথি এমএ মান্নান এমপি বলেছেন, বিগত ৫ বছর আমি সততার সাথে কাজ করেছি। চেষ্টা করেছি এলাকার উন্নয়নের জন্য। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার উপর বিশ্বাস ও আস্থা রেখেই আমাকে অর্থ প্রতিমন্ত্রী বানিয়েছেন। তিনি জগন্নাথপুরের অসমাপ্তকাজগুলো সমাপ্ত করতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ, জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক করুনা সিন্দু বাবুল, দক্ষিন সুনামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল কালাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীরেন্দ্র কুমার দে, সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম মোশাহিদ, ইউনিয়ন চেয়ারম্যানদের পক্ষে বক্তব্য রাখেন সৈয়দপুর শাহারপাড়া ইউপি চেয়ারম্যান আবুল হাসান প্রমূখ।
সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আমিরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ুন কবির, থানার অফিসার ইনচার্জ এস এম মাকছুদুর রহমান, রানীগঞ্জ ইউপি চেয়ারম্যান মজলুল হক, পাইলগাও ইউপি চেয়ারম্যান আপ্তাব উদ্দিন, পাটলী ইউপি চেয়ারম্যান সিরাজুল হক, আশারকান্দি ইউপি চেয়ারম্যান আইয়ুব খান, চিলাউড়া হলদিপুর ইউপি চেয়ারম্যান আরশ মিয়া, মীরপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জমির উদ্দিন, সাবেক চেয়ারম্যান মঞ্জুর আলী আফজল, আওয়ামীলীগ নেতা সুন্দর আলী, জমশেদ মিয়া তালুকদার, শাহ সূফী মিয়া, সাবেক ইউপি সদস্য আনহার মিয়া, মসহুদ আহমদ, যুবলীগ নেতা আবুল হোসেন লালন, মাহবুব হোসেন, সাইফুল ইসলাম রিপন, লিটন আহমদ তালুকদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ফিরোজ আলী, সাধারন সম্পাদক কুতুব উদ্দিন জুয়েল, ছাত্রলীগ নেতা মাসুম আহমদ, সিদ্দিক আহমদ, সাফরোজ ইসলাম মুন্না প্রমূখ।
অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শহিদুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নানকে উপজেলা আওয়ামীলীগ অঙ্গ সংগঠন, উপজেলা প্রশাসন, উপজেলা দলিল লেখক সমিতিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে বরন করে নেয়া হয়।