ফেসবুকে পরিবর্তন আসছে

ফেসবুক হোমপেজে ব্যবহারকারীরা কী ধরণের পোস্ট বেশি দেখতে পাবেন তা নির্ধারণকারী অ্যালগোরিদমে আবারও পরিবর্তন আনা হয়েছে। ফেসবুকের সাম্প্রতিক এক ঘোষণাথেকে বোঝা যায় এখন সাইটটির নিউজফিডে বিভিন্ন ফ্যানপেজ থেকে আগত টেক্সট স্ট্যাটাসের চেয়ে লিংক পোস্ট কিছুটা বেশি প্রাধান্য পাবে।

অর্থাৎ, শুধুমাত্র লেখা সংবলিত সাধারণ স্ট্যাটাস আপডেটের তুলনায় সরাসরি লিংক শেয়ার করলে সেগুলো তুলনামূলক বেশিসংখ্যক ইউজারের নিউজফিডে প্রদর্শিত হবে।

যদিও ফেসবুকেরঐ স্টেটমেন্টে ফ্যান এঙ্গেজমেন্ট বাড়াতে পেইজ অ্যাডমিনদের প্রতি সুনির্দিষ্ট কোন গাইডলাইন নেই, তবে সাইটটির পক্ষ থেকে বলা হয়েছে, যেসব স্টোরি যেরকম হওয়া উচিৎ সেগুলো সেভাবেই পোস্ট করতে হবে।

সুতরাং আপনি যদি ফ্যানদের উদ্দেশ্যে কোনো মেসেজ রাখতে চান, তাহলে সাধারণ টেক্সট ফরম্যাটে পোস্ট করতে পারেন। আর লিংক, ফটো প্রভৃতি যার যেরকম শেয়ারিং স্ট্র্যাকচার সেভাবেই আপডেট দিন।

ফেসবুক নিউজফিডে আপনি কোন ধরণের পোস্ট বেশি দেখে থাকেন? স্ট্যাটাস, লিংক, ফটো নাকি অন্য কিছু? এগুলোর মধ্যে আপনি কোন ধরণের পোস্ট দেখতে অধিক পছন্দ করেন?

x