তাহিরপুর সীমান্তে বিজিবি-বিএসএফ এর যৌথ টহল
তাহিরপুর উপজেলার চাঁনপুর সীমান্তে যৌথ টহল করেছে বিজিবি-বিএসএফ।
বুধবার সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত সাড়ে ৪ ঘন্টাব্যাপী বিজিবি-বিএসএফ’ এরযৌথ টহল চলে।
জানা গেছে, আন্তর্জাতিক পিলার ১২০০ এর পাহাড়তলী এলাকা থেকে ১২০৩ এর বারেকটিলা এলাকা পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে যৌথ টহল অনুষ্ঠিত হয়।
টহলে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন সুনামগঞ্জ-৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) অধিনস্থ চাঁনপুর বিওপি ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার আব্দুস সালাম।
অপরদিকে ভারতের পক্ষে নেতৃত্ব দেন ৭৩ শিলং ব্যাটালিয়ন গোমাঘাট কোম্পানীর রাজাই বিএসএফ ক্যাম্পের কোম্পানী কমান্ডার বিশ্বনাথ সিং।
৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর মো: সাকিয়ে কাওসার বিষয়টি নিশ্চিত করে জানান সীমান্তে চোরাচালান, নারী ও শিশু পাচার, অবৈধ অনুপ্রবেশ রোধসহ উভয় দেশের সীমান্তরক্ষীদের মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক জোরদার করার লক্ষ্যে প্রত্যেক বিওপি এলাকায় বিএসএফ’র সাথে যৌথ টহল অনুষ্ঠিত হচ্ছে।