‘এ মাটি আপনাদের, অধিকার নিয়ে থাকুন’
ভোটের পর সাম্প্রদায়িক হামলার শিকার যশোরের অভয়নগরের মালোপাড়া পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেছেন, “আপনারা ভাববেন না এ মাটি আপনাদের না। আপনারা এই এলাকা ছেড়ে যাওয়ার কথা ভাববেন না। এ মাটিতে মনের জোর নিয়ে থাকবেন। অধিকার নিয়ে বাঁচবেন।”
গত ৫ জানুয়ারি নির্বাচনে ভোট দেয়ার অভিযোগে মালোপাড়ায় হিন্দু পরিবারগুলোর ওপর হামলা চালিয়ে তাদের বাড়িঘরে ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়।
ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখার জন্য বৃহস্পতিবার দুপুরে হেলিকপ্টারে করে যশোরে যান প্রধানমন্ত্রী। অভয়নগরের নওয়াপাড়া ডিগ্রি কলেজ মাঠে নামার পর সেখান থেকে সরাসরি চাপাতলা গ্রামের মালোপাড়ায় যান।
সেখানে তিনি ক্ষাতিগ্রস্ত বাড়িগুলো ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন।
জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান এ সময় প্রধানমন্ত্রীর কাছে সেই দিনের হামলার ঘটনার বিবরন দেন।
পরে শেখ হাসিনা মালোপাড়ার রাধাগোবিন্দ মন্দিরের সামনে ক্ষতিগ্রস্ত ৫১টি পরিবারের সদস্যদের হাতে ২০ হাজার থেকে এক লাখ টাকা সহায়তার চেক তুলে দেন।
তিনি বলেন, দেশের মানুষের নিরাপত্তার জন্য যতো কঠোর হওয়া দরকার, সরকার তা হবে।
প্রধানমন্ত্রী বলেন, “যিনি নির্বাচনে আসবেন না, তিনি আসবেন না। যারা আসবে তাদের ওপর জুলুম মেনে নেয়া হবে না।”
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, “আপনি বলেন কেউ ভোট দিতে যায়নি। তাহলে ভোট দিতে যাওয়ার জন্য জুলুম-নির্যাতন কেন?’
মালোপাড়া পরিদর্শনের পর বিকালে নওয়াপাড়া শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামী লীগের জনসভায় অংশ নেন তিনি।