শাহরুখ খান আহত

জি মিডিয়া ব্যুরো জানিয়েছে, মুম্বাইয়ের একটি পাঁচ তারকা হোটেলে শুটিং চলছিল ‘হ্যাপি নিউ ইয়ার’এর। একটি দৃশ্যে অভিনয় করার সময় দরজার সঙ্গে ধাক্কা লেগে আঘাত পান শাহরুখ। এক পর্যায়ে যখন তার শরীর থেকে রক্তপাত শুরু হয়, তখন তাকে নানাভাতি হসপিটালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে তার সহকর্মীদের সঙ্গে উপস্থিত আছেন তার স্ত্রী গৌরী।

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে শাহরুখের তরফ থেকে এক বিবৃতিতে বলা হয়, “মিস্টার খান শুটিং সেটে এক দুর্ঘটনায় সামান্য আহত হয়েছেন। তার আঘাত গুরুতর নয় এবং হাসপাতালে এরমধ্যেই তাকে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে। তিনি এখন পুরোপুরি সুস্থ। আপনাদের শুভকামনার জন্য ধন্যবাদ।”

‘হ্যাপি নিউ ইয়ার’ পরিচালনা করছেন ফারাহ খান। সিনেমাটিতে শাহরুখের সঙ্গে আরও অভিনয় করছেন অভিষেক কাপুর এবং দীপিকা পাড়–কোন।

x