ছাতকে আইডিয়াল কিন্ডারগার্টেনের উদ্বোধন

ছাতকের উত্তর খুরমা ইউনিয়নের গাবুরগাঁও পয়েন্টে আইডিয়াল ইসলামী কিন্ডারগার্টেনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকালে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার সাহা এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

গাবুরগাঁও দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মাস্টার ইমতিয়াজ আলীর সভাপতিত্বে ও মাওলানা কবির আহমদের পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুূষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উত্তর খুরমা ইউনিয়নের চেয়ারম্যান বিল্লাল আহমদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, উপজেলা রস প্রকল্পের প্রশিক্ষক রঞ্জন চক্রবর্তী, মাওলানা নাসির উদ্দিন।

অনুষ্ঠানে অন্যান্যেও মধ্যে উপস্থিত ছিলেন, ফজলুর রহমান, হাজী রজব আলী, জালাল উদ্দিন, বাবরু মিয়া, সাবেক মেম্বার ফরিদ আহমদ, হাজী সোনা মিয়া, আরজ আলী, মাস্টার কবির আহমদ, কিন্ডারগার্টেন পরিচালনা কমিটির জালাল উদ্দিন মেম্বার, প্রবাসী আব্দুল হক, সেওইল মিয়া, কামাল হোসেন প্রমুখ।

x