দিরাইয়ে স্টেডিয়াম নির্মাণ হবে : দিরাই পৌর মেয়র
সুনামগঞ্জের দিরাই পৌরসভা মেয়রকাপ ক্রিকেট টুর্নামেন্টে মুক্তিযোদ্ধা স্পোটিং ক্লাব চ্যাম্পিয়ান হয়েছে।
মঙ্গলবার পৌর শহরের বালুর মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে মুক্তিযোদ্ধা স্পোর্টিং ক্লাব। নির্ধারিত ১৬ ওভারে ৭ ইউকেট হারিয়ে ১৫১ রান করে তারা। জবাবে দুওজ স্পোর্টিং ক্লাব ৮ ইউকেটে ১৬ ওভার খেলে ১২৫ রান করে। ২৬ রানে মুক্তিযোদ্ধা স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়। ম্যান অব দা সিরিজের পুরস্কার পান শিপু এবং ম্যান অবদা ম্যাচের পুরস্কার পান সাকিব।
চ্যাম্পিয়ন মুক্তিযোদ্ধা দলের অধিনায়ক রাফি কামাল চৌধুরীর হাতে ট্রফি তুলে দিয়ে মেয়র আজিজুর রহমান বলেন, সুস্থ্য থাকার জন্য খেলাধূলা একান্ত অপরিহার্য, মানসিক শক্তি বিকাশেও সহায়তা করে খেলাধুলা। সুস্থ শরীর ও সুস্থ মনের মানুষ সুন্দর সমাজ বিনির্মানে ভূমিকা রাখতে পারে, তাই ভবিষ্যৎ প্রজন্মকে লেখাপড়ার পাশাপাশি খেলাধূলাকে প্রাধান্য দিতে হবে, ফিরিয়ে আনতে হবে খেলাধুলার অতীত ঐতিহ্যকে।
দিরাই পৌর সদরে পৃথক দুটি আদর্শ স্টেডিয়াম নির্মানেরও ঘোষনা দেন তিনি।
মেয়রকাপ ক্রিকেট টুর্নামেন্টের আহবায়ক ও পৌর কাউন্সিলর জয়নুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলতাব উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আশুতোষ দাস, আওয়ামীলীগ নেতা সিরাজদৌলা তালুকদার, মোশারফ মিয়া, পৌর কাউন্সিলর বিশ্বজিৎ রায়, আব্দুল মান্নান, মিজানুর রহমান, নিবেশ রায়, মহিলা কাউন্সিলর সাবিনা বেগম, নাজমা বেগম, রেহেনা বেগম প্রমুখ।