তাহিরপুরে ২ ব্যবসায়ীর ৫ লক্ষ টাকা ছিনতাই, আটক ১

তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের সীমান্ত সংলগ্ন বারেকটিলা এলাকায় ২ কয়লা ব্যবসায়ীর ৫ লক্ষ টাকা ছিনতাই হয়েছে।

এ ঘটনায় মোটর সাইকেল সহ ১ জন ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। আটককৃত ব্যক্তির নাম সৈকত মিয়া। তিনি উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের কলাগাঁও গ্রামের আব্দুল মালিকের ছেলে।

ছিনতাইয়ের ঘটনায় বুধবার সকাল ৯ টায় ৩ জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত ৮ টায় ছিনতাইকারীরা অস্ত্রের মুখে জিম্মি করে উপজেলার বাগলী শুল্কবন্দরের সভাপতি শাহজাহান খন্দকার ও তার ব্যাবসায়ীক পার্টনার আবুল হোসেনের সাথে থাকা ৫ লাখ টাকা ছিনিয়ে নেয়। এসময় তারা চিৎকার দিলে এলাকার লোকজন ধাওয়া করে মোটর সাইকেলসহ সৈকত মিয়া নামের ছিনতাইকারীকে আটক করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে উত্তেজিত জনতার কাছ থেকে তাকে উদ্ধার করে। তবে ছিনতাই হওয়া টাকা এখন পর্যন্ত উদ্ধার করা যায়নি।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, এঘটনায় ৩ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে, আসামিদের ধরতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

x