ছাতকে ছাত্রদলের সভাপতি রুমানকে সংবর্ধনা
ন জামিনে মুক্তি লাভ করায় ছাত্রদলের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে গোবিন্দগঞ্জে পরিজা ম্যানশনের সম্মুখে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মকবুল হোসেনের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল-মুমিনের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংবর্ধিত অতিথি মতিউর রহমান রুমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি, বিএনপি নেতা আতাউর রহমান এমরান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আলী আশরাফ তাহিদ মেম্বার, যুবদল নেতা শামীম আলম নোমান। বক্তব্য রাখেন, ছাত্রদল নেতা মাহবুব আলম, কাওসার আহমদ, মুজিবুর রহমান, আক্তার হোসেন প্রমুখ।
সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন এমসি কলেজ ছাত্রদল নেতা ছমির আহমদ। এ সময় উপজেলা যুবদল নেতা আব্দুর রহিম, শরীফ আহমদ, জহির আহমদ, এমাদ উদ্দিন, দিদার আলম, এমরান আহমদ, সাদ মিয়া, জামিল আহমদ, রাজন মিয়া, ফজর আলী, জাহির খান, আব্দুল কাইয়ূম, আব্দুস সাত্তার, মঈন উদ্দিন, দুদু মিয়া, আয়াজ আলী, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি রইছ উদ্দিন কামরান, যুগ্ম সম্পাদক নিয়ামত উল্লাহ, ইজাজুল হক রনি, সাংগঠনিক সম্পাদক বাহা উদ্দিন শাহী, সহ-সাংগঠনিক সম্পাদক ইসলাম উদ্দিন সুমন, আব্দুল মুমিন, লাল মিয়া, দপ্তর সম্পাদক সায়মন আহমদ, সহ-দপ্তর সম্পাদক ফয়ছল আহমদ, প্রচার সম্পাদক হেলাল আহমদ, শিক্ষা বিষয়ক সম্পাদক সারওয়ার আহমদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মির্জা বাবলু, সাংস্কৃতিক সম্পাদক সেবুল আহমদ ছাদিক, নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে ছাত্রদলের নেতৃবৃন্দের উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে এক বিক্ষোভ মিছিল গোবিন্দগঞ্জের বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে।