সিলেটের চার জেলায় গ্রেফতার ৯২
সিলেট বিভাগের চারটি জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৯২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এর মধ্যে সিলেট জেলায় ১৯ জন, মৌলভীবাজার জেলায় ১০ জন, হবিগঞ্জ জেলায় ৩৩ জন ও সুনামগঞ্জ জেলার ৩০ জন রয়েছে।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এ তথ্য নিশ্চিত করেন সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সাখাওয়াত হোসেন।
গ্রেফতারকৃতদের মধ্যে মাদক বিক্রেতা, ডাকাত, সাজাপ্রাপ্ত ও বিভিন্ন মামলার পলাতক আসামি রয়েছে বলে জানান তিনি।