মেয়র আরিফুলের কাজে খুশি অর্থমন্ত্রী মুহিত
সিলেট মহানগরীর উন্নয়ন কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করে মেয়র আরিফুল হক চৌধুরীকে প্রশংসায় ভাসালেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। আরিফুলের কাজ দেখে তিনি ভীষণ খুশি বলে জানিয়েছেন।
শুক্রবার সকালে মেয়র আরিফুল হক চৌধুরীর সঙ্গে নগরীর গাভিয়ার খাল উদ্ধার ও খনন কাজ পরিদর্শনে গিয়ে এমন প্রশংসা করেন অর্থমন্ত্রী।
আবুল মাল আব্দুল মুহিত বলেন, সিলেট নগরীর ছরা ও খাল উদ্ধারে ২০০৯ সালে একটি প্রকল্প করেছিলাম। ওই প্রকল্পের কাজ কিছুটা হয়েছে। বাকিটা এখন শেষ হবে।
তিনি বলেন, অনেক উন্নয়ন হয়েছে, আবার অনেক কিছু হয়নি। সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী নগরীর উন্নয়নে কাজ করছেন। তার পারফরমেন্সে আমি খুশি।
দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অর্থমন্ত্রী বলেন, দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক তখন একটি মহল দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিতে চাইছে। বিরোধী দলের ধ্বংসলীলা একসময় উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চেয়েছে। এখন আবার ঠিক হয়ে গেছে। জনগণের চাপে বিএনপি নেত্রী সে রাস্তা থেকে সরে এসেছেন।
যে কোনো মূল্যে সরকারের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখা হবে বলেও জানান অর্থমন্ত্রী।