শঙ্কামুক্ত শাহরুখ
বলিউড সুপারস্টার শাহরুখ খান এখন শঙ্কামুক্ত। ইতিমধ্যে তিনি হাসপাতাল ছেড়েছেন। যোগ দিয়েছেন শুটিংয়ে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
শাহরুখ খানের এক মুখপাত্র জানিয়েছেন, ডাক্তাররা প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা শেষে মি. খানকে হাসপাতাল ছাড়ার অনুমতি দিয়েছেন। তিনি বর্তমানে সুস্থই আছেন।
বৃহস্পতিবার দুপুরের দিকে মুম্বাইয়ের জুহু এলাকার একটি পাঁচতারকা হোটেলে ‘হ্যাপি নিউ ইয়ার’ -সিনেমার শ্যুটিং চলাকালীন আহত হন শাহরুখ।
পরে আহত শাহরুখকে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে নেয়া হয়।