এশিয়া কাপের জন্য প্রস্তুত হচ্ছে ফতুল্ল­া স্টেডিয়াম

আসন্ন এশিয়া কাপ ক্রিকেটের জন্য প্রস্তুত হচ্ছে নারায়ণগঞ্জ সদর উপজেলায় অবস্থিত খান সাহেব ওসমান আলী জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। ১৮ হাজার দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন এ মাঠে ৫টি খেলা অনুষ্ঠিত হবে। এশিয়া কাপ উপলক্ষ্যে স্টেডিয়ামের সামনে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে ডেঞ্জার জোন খ্যাত স্থানে ময়লা আবর্জনা ফেলা বন্ধ করা হয়েছে।

শুক্রবার দুপুরে সরেজমিনে স্টেডিয়াম ঘুরে দেখা যায়, ব্যাপক সংখ্যক লোক সেখানে বিভিন্ন ধরনের কাজ করছে। এর মধ্যে কেউ রং আবার কেউ সড়কের উচু নিচু স্থান গুলো সমান করে এতে পিচ ঢালাই করছে। এছাড়া স্টেডিয়ামের চার পাশে চলছে পরিস্কার পরিচ্ছন্নতার কাজ।

এ ব্যাপারে স্টেডিয়ামের তত্ত্বাবধায়ক তোফায়েল হোসেন জানান, বাংলাদেশে এশিয়া কাপ ক্রিকেটের উদ্ভোধনের এক সপ্তাহ আগেই সকল ধরনের প্রস্তুতি শেষ করে প্রস্তুত করা হবে স্টেডিয়ামকে।

২৫ ফেব্রুয়ারী থেকে ১মার্চ পর্যন্ত টানা ৫দিন বাংলাদেশে এশিয়া কাপ ক্রিকেট খেলা চলবে। এরম ধ্যে ২৫ ফেব্রয়ারি পাকিস্তান-শ্রীলঙ্কা,২৬ ফেব্রয়ারি বাংলাদেশ-ভারত, ২৭ ফেব্রয়ারি আফগানিস্তান-পাকিস্তান, ২৮ ফেব্রয়ারি ভারত-শ্রীলঙ্কা ও ১ মার্চ বাংলাদেশ-আফগানিস্তান দল খেলবে। এছাড়া ২ মার্চ ভারত-পাকিস্তান মিরপুর,৩ মার্চ আফগানিস্তান-শ্রীলঙ্কা মিরপুর, ৪ মার্চ বাংলাদেশ-পাকিস্তান মিরপুর, ৫ মার্চ আফগানিস্তান-ভারত মিরপুর, ৬ মার্চ বাংলাদেশ-শ্রীলঙ্কা মিরপুর, ৮ মার্চ ফাইনাল মিরপুর।

সূত্র মতে,গত বছরের ১৯ আগষ্ট দুপুরে মাঠ, প্রেসবক্স, গ্যালারি, ড্রেসিংরুম, আউটার স্টেডিয়াম ও ফাডলাইটসহ বিভিন্ন অংশ ঘুরে দেখে সন্তুষ্টির কথা জানিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পরিদর্শক দলের প্রধান আইসিসির ইভেন্ট ব্যবস্থাপক ক্রিস টেটলি।

x