"বিএনপি ঐতিহাসিক ভুল করেছে"
বিএনপি জাতীয় নির্বাচনে অংশ না নিয়ে ঐতিহাসিক ভুল করেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে যুদ্ধাপরাধীদের রক্ষা ও জঙ্গিবাদ বাদ দিয়ে উপজেলা নির্বাচনের লোকাল ট্রেনে উঠে গণতন্ত্রের ক্লাবে ফিরে আসার আহ্বান জানান।
শনিবার ঢাকা রিপোর্টাস ইউনিটিতে মাসিক মুক্তমঞ্চের ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ইনু বলেন, খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের রাজবন্দি হিসেবে চিহ্নিত করছেন। জাতির কাছে মাফ না চেয়ে জঙ্গিবাদকে উস্কে দিচ্ছেন। বিএনপির নেতৃত্ব বদলায়নি, তারা আগের জায়গাতে আছে। তারা জামায়াতকে মিত্র হিসেবে রাখার ঘোষণা করেছে।
তথ্যমন্ত্রী বলেন, আশা করি খালেদা জিয়া চলমান রাজনৈতিক বাস্তবতা স্বীকার করে জঙ্গিবাদ সমর্থনের জন্য জনগণের কাছে ক্ষমা চেয়ে গণতন্ত্রে ক্লাবে ফিরে আসবেন।
এ সময় তিনি বলেন, গণতান্ত্রিক দেশে গণমাধ্যম শক্তিশালী স্তম্ভ যা গণতান্ত্রিক রীতিনীতি দ্বারা পরিচালিত হয়ে থাকে। গণমাধ্যম সীমাহীন অধিকার ভোগ করলেও একটি আইন দ্বারা পরিচালিত হয় এবং এর দায়বদ্ধতা রয়েছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন যুবলীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. সাজ্জাদ হায়দার ও মাসিক মুক্তমঞ্চের প্রধান সম্পাদক নোমান শামীম প্রমুখ।