সুনামগঞ্জ সদরে আ’লীগের চেয়ারম্যান প্রার্থী জুনেদ
উপজেলা পরিষদ নির্বাচনে সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদে আওয়ামী লীগ থেকে চেয়ারম্যান পদে মনোনীত হয়েছেন জুনেদ আহমদ।
অপরদিকে, মহিলা ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী হওয়ায় আওয়ামী লীগ নেত্রী নিগার সুলতানা কেয়াকে আওয়ামী লীগ থেকে মনোনীত করা হয়েছে।
ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে একাধিক প্রার্থী থাকায় এ পদটি বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
রোববার সকাল ১১টায় সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ ও সদর উপজেলা আওয়ামী লীগের যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি আপ্তাব উদ্দিন ও সাধারণ সম্পাদক নূরুল হুদা মুকুট স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা আওয়ামী লীগের রমিজ বিপণিস্থ কার্যালয়ে জেলা সহসভাপতি অ্যাডভোকেট আপ্তাব উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরুল হুদা মুকুটের পরিচালনায় অনুষ্ঠিত এক যৌথসভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে একাধিক প্রার্থী থাকায় রোববারের এ সভায় এ পদটির বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়ছে।
জেলা নির্বাচন অফিস জানায়, দ্বিতীয় ধাপে সুনাসগঞ্জ সদর ও দিরাই উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে।