মুক্তিযোদ্ধা আব্দুল মন্নান চৌধুরীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
সেক্টর কমান্ডার, সুনামগঞ্জের দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের গচিয়া গ্রাম নিবাসী বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহাব চৌধুরীর ছোট ভাই মুক্তিযোদ্ধা আব্দুল মন্নান চৌধুরী (৫৮) গতকাল শনিবার সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি—রাজিউন)।
মৃত্যুকালে তিনি ২ ছেলে, আত্মীয়-স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
মুক্তিযোদ্ধা আব্দুল মন্নানকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেয়া হয়।
এ সময় রাষ্ট্রের পক্ষে দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা অসীম কুমার দাস।
রোববার বেলা আড়াইটাই নামাযে জানাযা শেষে তাকে গ্রামের কবরস্থানে দাফন করা হয়।