Skip to content

তাহিরপুরে দুই নৌশ্রমিক নিখোঁজ

তাহিরপুর উপজেলার সীমান্ত নদী যাদুকাটায় বালু বোঝাই ইঞ্জিনের নৌকা ডুবে দুই নৌ-শ্রমিক নিখোঁজ হয়েছেন।

রোববার প্রথম প্রহর, ভোর সাড়ে ৪টায় ইঞ্জিনের নৌকাডুবির এ ঘটনা ঘটে।

নিখোঁজ ব্যক্তিরা হলেন-জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের আলীপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে আবু সাইদ (৩৫) ও একই গ্রামের মৃত আব্দুল আলীর ছেলে আয়না মিয়া (২০)।

স্থানীয়রা জানায়, গত শনিবার রাতে কয়েকটি ইঞ্জিনের নৌকা বালু বোঝাই করে যাদুকাটা নদীতে অবস্থান করছিল। এদের মধ্যে একটি নৌকা রোববার ভোরে দুই শ্রমিক সহ হঠাৎ করে নদীতে ডুবে যায়।

তাহিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

x