তাহিরপুরে গৃহবধূর লাশ উদ্ধার
তাহিরপুরে শাবানা বেগম (২৮) নামের ৪ সন্তানের জননী এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত শাবানা উপজেলার উত্তর শ্রীপুর ইউনিনের তরং গ্রামের মোশারফ আখঞ্জীর স্ত্রী।
স্থানীয়দের অভিযোগ, স্বামীর নির্যাতন সইতে না পেরে তিনি আত্মহত্যার করেছেন। রোববার সকাল ১০টায় শাবানা বেগম আত্মহত্যার করেছেন বলে অভিযোগ স্থানীয়দের।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান খাঁন জানান, নিহত গৃহবধুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।