দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে হলে একক প্রার্থীর বিকল্প নেই : মানিক
ছাতক উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আ.লীগের এককপ্রার্থী নির্বাচনের লক্ষ্যে অনুষ্ঠিত আ.লীগের সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেন, দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে হলে এককপ্রার্থীর বিকল্প নেই। চেয়ারম্যান পদে নির্বাচন করার যথেষ্ট যোগ্যতা থাকা স্বত্ত্বেও দলের স্বার্থে অনেককেই ত্যাগ স্বীকার করতে হবে। স্থানীয় সরকার নির্বাচনে উপজেলা পরিষদ অত্যন্ত গুরুত্বপূর্ন প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সরকারের উন্নয়নের অংশীদারিত্ব লাভ করে থাকেন। আ.লীগ সরকারের উন্নয়নে অন্যদলের অংশীদারিত্ব থাকুক এটা কারো কাম্য হতে পারেনা। এখানে বিগত উপজেলা নির্বাচনের পরাজয়ের কারন নিরুপন করে এ নির্বাচনে বিজয়ের পথ সুগম করতে হবে।
রোববার দুপুরে পৌর শহরের মুজিবুর রহমান একাডেমিতে অনুষ্ঠিত এ সভায় তিনি এসব কথা বলেন।
উপজেলা আ.লীগের আহবায়ক লুৎফুর রহমান সরকুমের সভাপতিত্বে ও আ.লীগ নেতা সাব্বির আহমদের পরিচালনায় অনুষ্ঠিত নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন, চেয়ারম্যান পদপ্রার্থী আবরু মিয়া তালুকদার, ফজলুর রহমান, গিয়াস মিয়া, আওলাদ আলী রেজা, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী গয়াছ আহমদ, আবু সাদত লাহিন, বাবুল রায়, মাহফুজুর রহমান বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান সাহেরা বেগম, রাহেলা বেগম। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌরসভার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, আ.লীগ নেতা সৈয়দ আহমদ, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সুন্দর আলী, আব্দুল মছব্বির, আফজাল আবেদীন আবুল, বিল্লাল আহমদ, মুক্তিযোদ্ধা কবির উদ্দিন লালা, আ.লীগ নেতা আজিজুর রহমান আজিজ, আজমান আলী, সিরাজুল ইসলাম, পীর আব্দুল হান্নান, চান মিয়া চৌধুরী, নুরুল ইসলাম, সামছুজ্জামান রাজা, আব্দুল মান্নান, হারিছ আলী, ফজর আলী, আব্দুর রহিম, মাফিজ আলী, নজমুল হোসেনসহ আ.লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় উপজেলা নির্বাচনে আ.লীগের ৫ প্রার্থীর মধ্যে অলিউর রহমান চৌধুরী বকুল ছাড়া সবাই উপস্থিত ছিলেন। সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এককপ্রার্থী নির্বাচন করার জন্য ৯ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলার ১৩ইউনিয়ন এবং পৌরসভা আওয়ামীলীগ সভাপতি, সাধারণ সম্পাদক নিয়ে একটি বোর্ড গঠন করা হয়। মনোনয়নপত্র প্রত্যাহারের আগে আলোচনার মাধ্যমে তাদের মধ্যে এককপ্রার্থী নির্বাচন করার সিদ্ধান্ত নেয়া হয়।