সিলেটে পুলিশের বিশেষ অভিযানে আটক ১৩৯
সিলেটে পুলিশের বিশেষ অভিযানে ১৩৯ জনকে আটক করা হয়েছে। রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত সিলেট বিভাগের চার জেলায় অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে।
সিলেট বিভাগে আটককৃতদের মধ্যে সিলেট জেলায় ৬২ জন, মৌলভীবাজারে ১৫ জন, হবিগঞ্জে ৩৮ জন ও সুনামগঞ্জ জেলায় রয়েছে ২৪ জন।
এ ব্যাপারে সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সাখাওয়াত হোসেন জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চলমান পুলিশি অভিযানে রেঞ্জের বিভিন্ন থানা পুলিশ সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টা অভিযান চালিয়ে ১৩৯ জনকে আটক করেছে।