সঠিক সিদ্ধান্ত নিয়ে বাংলার মানুষ শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় বসিয়েছে : অর্থপ্রতিমন্ত্রী এমএ মান্নান
অর্থপ্রতিমন্ত্রী এমএ মান্নান বলেছেন, দশম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র আর অপপ্রচার চালিয়ে ছিল একটি কুচক্রী মহল।
সঠিক সিদ্ধান্ত নিয়ে বাংলার মানুষ শেখ হাসিনার কে আবারো নৌকা প্রতিকে ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছে।
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনাবাজার উচ্চ বিদ্যালয়ের ২৫বছর পুর্তি রজতজয়ন্তী উপলক্ষে সোমবার রাত সোয় ৮টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সাচনা বাজার ইউনিয়নের চেয়াম্যান মো. রেজাউল করিম শামীমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মান্নান বলেন, স্বাধীনতা রক্ষায় আবারো এ জাতী স্বাধীনতার স্বপক্ষের শক্তি আওয়ামীলীগকে ভোট দিতে ভুল করেনি।
মন্ত্রী বলেন, গত ৫বছর আওয়ামীলীগ সরকার স্কুল, কলেজ, মাদ্রাসা নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন কাজ করেছে।
মন্ত্রী আরো বলেন, দেশকে রক্ষায় আগামী সংগ্রামে যুবক ও তরুনদের এগিয়ে আসতে হবে। মন্ত্রী এ এলাকার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
সাচনা বাজার উচ্চ বিদ্যায়লের প্রধান শিক্ষক প্রানতোষ ঘোষ চৌধুরীর পরিচালনায় বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত রজতজয়ন্তী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-১ (ধর্মপাশা-তাহিরপুর-জামালগঞ্জ) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ।
অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন,জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নবী হোসেন, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদ আবুল হোসেন খান, বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক রইছ মিয়া প্রমুখ।
এর আগে দুপুর ১টার দিকে প্রতিমন্ত্রী পাটলী ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে স্থানীয় রসুলগঞ্জ বাজারে তাঁকে দেওয়া গণসংবর্ধনা সভায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন।