সুনামগঞ্জে ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল
উপজেলা নির্বাচনের প্রথম ধাপে সুনামগঞ্জে ৩ টি উপজেলার সোমবার বাছাইয়ে ৫ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
এরা হচ্ছেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ফারুক আহমদ, ভাইস চেয়ারম্যান [পুরুষ] পদে মো. মুজিবুর রহমান ও মোশারফ হোসেন।
ছাতক উপজেলায় ভাইস চেয়ারম্যান [পুরুষ] পদে বাবুল রায় ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা. ওাহেলা বেগম।
এদের মধ্যে ঋন খেলাপীর জন্য দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ফারুক আহমদ, একই উপজেলার ভাইস চেয়ারম্যান [পুরুষ] পদে মো. মুজিবুর রহমান এবং ছাতক উপজেলা পরিষদের ভাইস [পুরুষ] পদে বাবুল রায়।
অপরদিকে ব্যাংক একাউন্ট না থাকায় ও হলফ নামায় ক্রমিক নং-৩-এর ক ও খ এর তথ্য না থাকায় ছাতক উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা. রাহেলা বেগমের মনোনয়নপত্র এবং হলফ নামায় স্বাক্ষর ও সনাক্তকারির নাম ও স্বাক্ষর না থাকার কারণে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে মোশারফ হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
তবে দোয়ারাবাজার উপজেলায় কোন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়নি।
সুনামগঞ্জ জেলা নির্বাচন অসিফার মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদে চেয়ারম্যান প্রার্থী ফারুক আহমদ জানান, ঋনের টাকা ব্যাংকে জমা দিয়েছেন। কিন্তু সময় মতো ব্যাংকের প্রত্যয়নপত্র রিটার্নি অফিসারের কার্যালয়ে না পৌছায় তার মনোনয় বাতিল করা হয়েছে। তিনি আরো জানান, বুধবার তিনি নির্বাচন কমিশনে এব্যপারে আপিল করবেন।