ছাতকে মৎস্য অফিসের সরকারি মোটরসাইকেল চুরি
ছাতক উপজেলা মৎস্য কর্মকর্তা শরীফুল আলমের সরকারি মোটরসাইকেল চুরি হয়েছে।
রোববার রাতে উপজেলা অফিসার্স ক্লাবের সামন থেকে সাইকেলটি চুরি হয়।
এ ব্যাপারে মৎস্য কর্মকর্তা শরীফুল আলম ঘটনারদিন রাতেই ছাতক থানায় একটি জিডি (নং-৯৩০) করেছেন।
শরীফুল আলম জানান, সরকারি হিরো হোন্ডা মোটরসাইকেল (নং-কক্সবাজার হ-১১-০৪১৬)টি অফিসার্স ক্লাবের সামনে রেখে তিনি ক্লাবে যান। পরে মোটরসাইকেলটি যথাস্থানে না পেয়ে অনেক খোঁজাখুজির পর থানায় জিডি করেন।