জেলা সহকারী শিক্ষক ঐক্য পরিষদ আহবায়ক কমিটি গঠিত
সুনামগঞ্জ জেলা সহকারী শিক্ষক ঐক্য পরিষদের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
গত ২৪ জানুয়ারী শুক্রবার সদর উপজেলা শিক্ষক মিলনায়তনে এ কমিটি গঠন করা হয়। এ কমিটিতে আহবায়ক মনোনীত করা হয়েছে সুনামগঞ্জ সদর উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হারুনুর রশীদ কে। যুগ্ম আহবায়ক করা হয়েছে তাহিরপুর উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার লিটন ও ছাতক উপজেলার সহকারী শিক্ষক দোলন রায় কে। ৫৮ সদস্য বিশিষ্ট কমিটিতে প্রত্যেক উপজেলা থেকে পাঁচজন করে প্রতিনিধি রাখার ঘোষণা দেওয়া হয়।
সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষকের এক ধাপ নীচে বেতন স্কেল নির্ধারণ ও প্রধান শিক্ষকপদ শতভাগ পদোন্নতির মাধ্যমে পূরণের দাবীতে দেশের প্রতিটি জেলা, উপজেলা ও ইউনিয়নে সহকারী শিক্ষকরা মিলিত হয়ে সহকারী শিক্ষক ঐক্য পরিষদ নামে নতুন একটি সংগঠন গড়ে তুলছেন বলে জানিয়েছেন উপস্থিত শিক্ষকরা।