দিরাইয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি
দিরাই উপজেলায় এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।
ডাকাতদল স্বর্ণালঙ্কার, টাকা ও বিয়ের কাপড়সহ দুই লক্ষাধিক টাকার মালপত্র লুটে নিয়ে গেছে।
সোমবার দিনগত রাত দেড়টার দিকে উপজেলায় রাজানগর ইউনিয়নের রাজানগর গ্রামে প্রবাসী নিলউৎপল চৌধুরীর বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
রাজানগর ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য কৃষ্ণ ধন বাংলানিউজকে জানান, রাতে ১০/১২ জনের একটি ডাকাতদল নিলউৎপল চৌধুরীর বাড়ির দরজা কেটে ঘরে ঢুকে সবাইকে জিম্মি করে ফেলে।
পরে ডাকাতদল এক ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৫০ হাজার টাকা ও নিলউৎপল চৌধুরীর বিয়ের জন্য কেনা কাপড়সহ দুই লক্ষাধিক টাকার মালপত্র লুট করে নিয়ে যায়।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) এনামুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে সকালে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।