সুনামগঞ্জে মিনিবাস চাপায় নিহত ২
সুনামগঞ্জ-সিলেট সড়কের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় মিনিবাসের চাপায় মোটরসাইকেল চালক ও অপর আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে উপজেলার জয়কলস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের জামলাবাজ গ্রামের মনোয়ার হোসেনের ছেলে বেনজির আহমদ (১৭) এবং পার্শ্ববর্তী বগলা খাড়া গ্রামের তাজিদ মিয়ার ছেলে শাহ আলম (১৮)।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর দেড়টার দিকে সিলেট থেকে সুনামগঞ্জগামী একটি মিনিবাস জয়কলস এলাকায় বিপরীত দিকে থেকে আসা পাগলাগামী একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলে থাকা বেনজির ও শাহ অালম গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
জয়কলস হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।