সরকারি কলেজে জলতরঙ্গের উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা
সুনামগঞ্জ সরকারি কলেজে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ঘটিকায় সুনামগঞ্জ সরকারি কলেজের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন জলতরঙ্গ এর উদ্যোগে কলেজ মিলনায়তনে এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
সৈয়দা সামিহা ইসলাম এষার সঞ্চালনায় প্রতিযোগিতার পূর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলেজের উপাধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম, সহযোগি অধ্যাপক ও উদ্ভিদবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান কল্পনা তালুকদার, সহযোগি অধ্যাপক ও রসায়নবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান অশোক কুমার পাল, সহযোগি অধ্যাপক দিলোয়ার হোসেন, সহকারি অধ্যাপক মোঃ আব্দুর রকিব তারেক ও প্রভাষক সজল কুমার সরকার।
বক্তারা বলেন, ভাষা যদিও পরিবর্তনশীল তবুও শুদ্ধ ভাষার গুরুত্ব অনস্বীকার্য। প্রত্যেকের উচিত শুদ্ধ বাংলা উচ্চারণ ও বানান চর্চা করা, আর শিক্ষার্থীদের ভাষা চর্চার ক্ষেত্রে বিতর্ক প্রতিযোগিতা অন্যতম মাধ্যম। শিক্ষার্থীদের জ্ঞানের পরিমণ্ডল সমৃদ্ধ করতে বিতর্ক প্রতিযোগিতা বিশেষ ভূমিকা রাখবে।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জলতরঙ্গের সভাপতি মোঃ আবু সালেহ, সহসভাপতি শিশু-সংগঠক সৈয়দ তাওসিফ মোনাওয়ার, প্রতিযোগিতার আহ্বায়ক ও সংগঠনের সাংগঠনিক স¤পাদক রুহুল আমীন নাঈম।
আলোচনা সভা শেষে অনুষ্ঠিত প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন সহকারি অধ্যাপক মো. আব্দুর রকিব তারেক।
বিভিন্ন বিভাগ থেকে ৫টি দল বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়েছে। চূড়ান্ত পর্ব আগামী ১লা ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে।