শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলা গড়তে সংগ্রাম চলছে : এমএ মান্নান

অর্থপ্রতিমন্ত্রী এম এ মান্নান বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলা গড়তে সংগ্রাম চলছে। তাই বাংলাদেশকে সোনার বাংলায় রূপান্তর করতে সবাইকে এ সংগ্রামে অংশ নিতে হবে।

মঙ্গলবার জেলা আওয়ামীলীগের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ মতিউর রহমানের সভাপতিত্বে প্রতিমন্ত্রী বলেন, স্বাধীনতা রক্ষায় আবারো এ জাতি স্বাধীনতার স্বপক্ষের শক্তি আওয়ামীলীগকে ভোট দিতে ভুল করেনি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী দেশের জেলা শহরগুলোতে বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। প্রথম ধাপে যে কয়টি জেলায় বিশ্ববিদ্যালয় স্থাপিত হবে তার মধ্যে সুনামগঞ্জকে প্রধান্য দেওয়া হবে বলে তিনি দাবি করেন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেন, দশম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র আর অপপ্রচার চালিয়ে ছিল একটি কুচক্রী মহল। সঠিক সিদ্ধান্ত নিয়ে বাংলার মানুষ শেখ হাসিনাকে আবারো নৌকা প্রতীকে ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছে।

জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূরুল হুদা মুকুটের পরিচালনায় স্থানীয় ট্রাফিক পয়েন্টে বিকেল সোয়া ৩ টায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহসভাপতি অ্যডভোকেট আপ্তাব উদ্দিন, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট রইছ উদ্দিন, অ্যাডভোকেট আলী আমজাদ, অ্যাডভোকেট পীর মতিইর রহমান, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক হায়দার চৌধুরী লিটন, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন, অ্যাডভোকেট আব্দুল করিম, অ্যডাভোকেট শফিকুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম শেফু, সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী আবুল কালাম, সাধারণ সম্পাদক মোবারক হোসেন, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক করুণা সিন্ধু চৌধুরী বাবুল প্রমুখ।

এর আগে সকাল ১০টায় প্রতিমন্ত্রী জেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন।

পরে দুপুর সোয়া ১২ টায় জেলা আইনজীবী সমিতি তাকে দেওয়া সংবর্ধনা সভায় যোগ দেন প্রতিমন্ত্রী।

দুপুর দেড়টায় এমএ মান্নান সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে তাঁকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন।

সন্ধ্যায় সুনামগঞ্জ পৌরসভায় তাকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি।

x