Skip to content

এখন আর টেস্ট শঙ্কায় নেই বাংলাদেশ

বাংলাদেশের টেস্ট নিয়ে শঙ্কা কাটলো। আইসিসির সব পূর্ণ সদস্য দেশই সব ধরনের ক্রিকেট খেলার সুযোগ পাবে। সদস্যদের মর্যাদার কোনো হেরফের হবে না।

মঙ্গলবার দুবাইতে আইসিসির সভায় ‘৩ মোড়লের’ আনা খসড়া প্রস্তাব অন্যদের প্রবল বিরোধিতার মুখে ভোটে উঠেনি। ভবিষ্যতে বিস্তারিত আলোচনার পর তা উঠলেও সব সদস্যই সব ধরনের ক্রিকেট খেলার সমান সুযোগ রাখার বিষয়ে সভায় সবাই একমত হয়েছে বলে আইসিসির সংবাদ বিজ্ঞতিতে বলা হয়েছে।

(বিস্তারিত আসছে)

x