অপেক্ষার পালা শেয, বুধবার আকাশে উড়বে শাবি’র ড্রোন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তরুণ গবেষকদের তৈরি চালকবিহীন বিমান (ড্রোন) বুধবার আনুষ্ঠানিকভাবে আকাশে উড্ডয়ন করবে।
এ তথ্য জানান ড্রোন গবেষক টিমেরপ্রধান শাবির পদার্থ বিজ্ঞান বিভাগের মাস্টার্সেরশিক্ষার্থী সৈয়দ রেজওয়ানুল হক নাবিল।
তিনি জানান, ঘোষিত সময়ের তিন মাস আগেইতারা ড্রোন তৈরি সম্পন্ন করেছেন। ড্রোন তৈরি টিমের তত্ত্বাবধান করেছেন শাবির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মুহম্মদ জাফর ইকবাল।
নাবিল ছাড়াও ড্রোন গবেষক টিমে আরও রয়েছেন পদার্থ বিজ্ঞানের ৪র্থ বর্ষের ছাত্র রবি কর্মকার এবং ২য় বর্ষের ছাত্র মারুফ হোসেন রাহাত।
তারা সকলেই সাস্ট রোবটিক্স এরোনটিক্স অ্যাণ্ড ইন্টারফেসিং রিসার্চ গ্রুপের (www.facebook.com/SUSTRoboAero) সদস্য।
নাবিল জানান, এরই মধ্যে ড্রোনটি কয়েক দফা পরীক্ষামূলকভাবে উড্ডয়ন করা হয়েছে। মোবাইল ফোনে অনেকেই ড্রোনের চিত্রধারণ করেছেন।
তবে বুধবার দুপুরে ড. মুহম্মদ জাফর ইকবাল উপস্থিত থেকে ড্রোন উড়িয়ে দেবেন আকাশে।