জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

সুনামগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে দরিদ্র ও শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে সুনামগঞ্জ জেলা সাহিত্য পরিষদ।

মঙ্গলবার দুপুর ১২টায় সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক শেখ একেএম জাকারিয়ার সভাপতিত্বে ও নুসরাত জাহান কোরেশীর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক জীবন কৃষ্ণ আচার্য্য, ইতিহাস বিভাগের সহকারি অধ্যাপক আরিফুল ইসলাম।

অতিথিরা বলেন, সাহিত্য চর্চার পাশাপাশি সুনামগঞ্জ জেলা সাহিত্য পরিষদের এ রকম কল্যাণমূলক কাজ অন্যান্য সংগঠন ও সমাজের বিত্তশালী মানুষদেরকে গরিব ও অসহায়দের সেবা করার উৎসাহ যোগাবে।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা সাহিত্য পরিষদের সহ-প্রচার সম্পাদক মাহবুব তালুকদার মাসুম, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসাইন, দপ্তর সম্পাদক আজমল সায়েম প্রমুখ।

x