সুনামগঞ্জে কালো পতাকা মিছিল
দশম জাতীয় সংসদের অধিবেশন আহ্বানের প্রতিবাদে সুনামগঞ্জে কালো পতাকা মিছিল করেছে জেলা ১৯ দল ও স্বেচ্ছসেবক দল।
বুধবার বিকেল ৫ টায় শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে জেলা ১৯ দল কালো পতাকা হাতে এক বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় ট্রাফিক পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সভাপতি ও জেলা ১৯দলের আহ্বায়ক ফজলুল হক আছপিয়া, জেলা জামায়তের নায়েবে আমির তোফায়েল আহমদ খান, জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক সেলিম উদ্দিন, জেলা জামায়তের সেক্রেটারি মমতাজুল হাসান আবেদ, জেলা জমিয়তের যুগ্ম সম্পাদক মাওলানা মোস্তাক আহমদ, সুনামগঞ্জ পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট শেরে নূর আলী, জেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল ইসলাম নুরুল, জেলা ছাত্র শিবিরের সভাপতি দেলোয়ার হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম রাজু প্রমুখ।
এদিকে দুপুর সোয়া ১২ টায় একই দাবিতে শহরের পৌরবিপনি চত্বর থেকে জেলা স্বেচ্ছাসেবক দল কালো পতাকা হাতে এক বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় ট্রাফিক পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সহসভাপতি ওয়াকিফুর রহামন গিলমান, নাদের আহমদ, যুগ্ম সম্পাদক রেজাউল হক, আবুল মনসুর মোহাম্মদ শওকত, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল¬াহ আল-নোমান, যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক শাহজাহান, অ্যাডভোকেট কামাল, অ্যাডভোকেট মোশাহিদ, সুনামগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তাক আহমদ, সিনিয়রযুগ্ম আহ্বায়ক আমির হোসেন, ছাত্রদল নেতা শাহ আলম প্রমুখ।
অপরদিক জেলা মোটর চালক সমিতি কালো পতাকা হাতে শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে এক বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহর প্রদক্ষিণ করে পুনরায় পুরাতন বাসস্ট্যান্ডে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, জেলা মোটর চালক সমিতির আহ্বায়ক নজরুল ইসলাম, সদস্য সচিব মুজিবুল রহমান, মোটর চালক নেতা বাবুল মিয়া, মুহিবুর রহমান, আব্দুল খালেক, তাজ উদ্দিন, আব্দুল কাহার, একলিবুর রহমান, হরমুজ আলী প্রমুখ।