পৃথক পৃথক অভিযানে সিলেট বিভাগে গ্রেফতার ৯৪

সিলেট রেঞ্জের বিভিন্ন জেলা ও মহানগর পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৯৪ জনকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত বিভাগের ৪ জেলার বিভিন্ন উপজেলায় ও নগরীর আওতাধীন ৬ থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। রেঞ্জের সিলেট জেলা পুলিশ ২২ জন, মৌলভীবাজার ১১, হবিগঞ্জ ৩০ ও সুনামগঞ্জ জেলা পুলিশ ১৮ জনকে গ্রেফতার করে। সিলেটের অতিরিক্ত ডিআইজি এম. সাখাওয়াত হোসাইন এসব তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে সিলেট মহানগর পুলিশ বুধবার ভোরে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারের বিষয়টি এসএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জিদান আল-মূসা নিশ্চিত করেছেন।

x