সোমবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াত
দশ ট্রাক অস্ত্র মামলায় দলের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায়ের প্রতিবাদে ৩ ফেব্রুয়ারি সোমবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াত।
দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি ডা. শফিকুর রহমান এ কর্মসূচি ঘোষণা করেন।
শুক্রবার সন্ধ্যায় সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে দাবি করা হয়, সরকার জামায়াতের আমির ও সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামীকে ‘অত্যন্ত পরিকল্পিতভাবে হত্যার গভীর ষড়যন্ত্র করছে’। সরকার তাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য তার বিরুদ্ধে মিথ্যা, কাল্পনিক অভিযোগ দায়ের করে বিচারের নামে প্রহসনের আয়োজন করেছে।
হরতাল কর্মসূচি সফল করার জন্য সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান ডা. শফিকুর।