জামায়াতের হরতাল সোমবারের পরিবর্তে বৃহস্পতিবার করার সিদ্ধান্ত
আগামী সোমবারের পরিবর্তে বৃহস্পতিবার হরতাল কর্মসূচি ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে জামায়াতে ইসলামী। দলটির নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে এ তথ্য।
সূত্র জানায়, বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত ও পূজা উৎসবের কারণে হরতাল পেছানোর সিদ্ধান্ত নিয়েছে দলটি।
উল্লেখ, দশ ট্রাক অস্ত্র মামলায় জামায়াতের আমীর মাওলানা মতিউর রহমান নিজামীকে মৃত্যদণ্ড দেওয়ার প্রতিবাদ সোমবার হরতাল কর্মসূচির ঘোষণা দেয় জামায়াত। গতকাল শুক্রবার দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন।