জুবিলীর মাঠে পালা গানের আসর
সুনামগঞ্জ থেকে সকল অসুন্দর দূর করে সুন্দরে ভরপুর করার জন্য নান্দনিক সোসাইটির জন্ম হয়েছে। এটি সুনামগঞ্জবাসীর জন্য গর্বের। রাজনীতির সঙ্গে সংস্কৃতির যোগাযোগ করে দেবার আয়োজনও নান্দনিক উদ্যোগ। ব্যারিস্টার ইমন ও নান্দনিক সোসাইটির এই প্রচেষ্টা অব্যাহত থাকলে বদলে যাবে সুনামগঞ্জ। সুনামগঞ্জ লোক সংস্কৃতির লীলাভূমি এই জেলায় জন্ম নেওয়া গুণী লোককবিরা ধন্য করেছেন বাংলা ভাষাভাষি মানুষকে।
শুক্রবার সন্ধ্যায় শিশু-কিশোর টেলিভিশন চ্যানেল ম্যাজিক কিডস’র সহযোগিতায় এবং নান্দনিক সোসাইটি সুনামগঞ্জের আয়োজনে সুনামগঞ্জ সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয় চত্বরে ইসলাম উদ্দিন বয়াতীর পালা গান অনুষ্ঠানের পূর্বে আয়োজিত আলোচনা সভায় এমনটাই বললেন বক্তারা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ম্যাজিক কিডস’র চীফ এক্সিকিউটিভ ফজলুল কবীর তুহিন, সুনামগঞ্জ জেলা পরিষদের সাবেক প্রশাসক ব্যারিস্টার এম এনামুল কবীর ইমন, প্রখ্যাত নাট্যাভিনেতা মোশারফ করিম, বাংলা একাডেমীর পরিচালক সাইমন জাকারিয়া, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক ড. ইউসুফ হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন মনিষ কান্তি দে মিন্টু।
ড. ইউসুফ হাসান বলেন, ‘নান্দনিক সুনামগঞ্জের শুরুতেই ব্যারিস্টার ইমনের সঙ্গে আমার এই বিষয়ে নানা আলোচনা হয়েছে। আমার মনে হয়েছে এটি দেশের নতুন প্রজন্মের এক রাজনীতিকের নতুন চিন্তা।’
বাংলা একাডেমীর পরিচালক সাইমন জাকারিয়া বলেন, ‘আমি কুষ্টিয়ার ছেলে। ভাবগত দিক থেকে কুষ্টিয়ার সঙ্গে সুনামগঞ্জের মিল রয়েছে। সুনামগঞ্জের লোক কবিরা সুনামগঞ্জকে শুধু নয় বাংলাদেশকে সমৃদ্ধ করেছেন।’
নাট্যাভিনেতা মোশারফ করিম বলেন, ‘হাসন রাজা, রাধারমণ, দুর্বিন শাহ্, শাহ্ আব্দুল করিমের জেলায় পালা গান হবে, সাংস্কৃতিক কর্মকাণ্ড শক্তিশালী থাকবে এটিই স্বাভাবিক। এমন লোক স্মরাটদের জেলায় পালা গান শুনার আমন্ত্রণ পেয়ে নাটকের শুটিং ফেলে আমি চলে এসেছি। এই জেলায় আসাও আমার জীবনের অনেকগুলো স্মরণীয় স্মৃতির একটি হিসাবে বহন করবো আমি।’
ব্যারিস্টার এম এনামুল কবির ইমন বলেন, ‘শিশুদের স্বপ্ন দেখার সাহস বাড়িয়ে দেবার জন্যই নান্দনিক সোসাইটি ও ম্যাজিক কিডস।’
ম্যাজিক কিডস’এর চীফ এক্সিকিউটিভ ব্যারিস্টার ফজলুল কবীর তুহিন বলেন, ‘আমরা নতুন ধারার একটি টেলিভিশন চ্যানেল করতে চাই। এজন্য দেশবাসীর সহযোগিতা চাই।’
পরে প্রখ্যাত বাউল ইসলাম উদ্দিন বয়াতী ও তার দল পালা গান পরিবেশন করেন।
রাত ১২ টা ১ মিনিটে মোমবাতি প্রজ্জলন করে অমর ফেব্রুয়ারিকে বরণ করা হয়।
আজ শনিবার সন্ধ্যায় একই স্থানে পালের গানের আসর হবে বলে জানিয়েছেন আয়োজকেরা।