কবিতা: একুশ

একুশ আমার গর্ব
একুশ আমার অহংকার,
একুশ আমার ভালবাসা
একুশ নয়তো হাহাকার।

একুশ মানেই চাঁদের ঝিলিক
একুশ মায়ের হাসি,
একুশ আমার জোছনার জল
একুশ রাতের শশী।

একুশ মায়ের ভালবাসা
একুশ বোনের আঁচল,
একুশ আমার প্রেমের পরশ
একুশ টলমল।

একুশ আমার কৃষ্ণচূড়া
একুশ আমার হাওয়া,
একুশ আমার বাঁচার জীবন
একুশ পরম পাওয়া ।

একুশ আমার রঙ্গিন স্বপ্ন
একুশ আমার প্রেম,
একুশ ফুলের গন্ধ বাতাস
একুশ নয়তো ফ্রেম।

একুশ আমার চেতনার ফল
একুশ মনের ব্যথা,
একুশ আমার চোখের জলে
বলছে প্রেমের কথা।

(শাহজালাল সুমন)

x