ছোট্ট শিশু কামাল দুই চোখে দেখতে চায়
৫বছর বয়সী শিশু কামাল হোসেনের ডান চোখে দেখতে পায় না।
ডাক্তার জানিয়েছেন, চিকিৎসার মাধ্যমে এ চোখের দৃষ্টি ফিরিয়ে আনা সম্ভব। কামালের দরিদ্র বাবা আব্দুল লতিফ ঘটকের পক্ষে চিকিৎসার ব্য্যয়ভার বহন করা সম্ভব নয়। তিনি বিত্তবানদের কাছে সাহায্য চেয়েছেন।
যোগাযোগ :
আব্দুল লতিফ ঘটক,
ব্রাক্ষণগাঁও, সুনামগঞ্জ।
মোবাইল- ০১৭৮৭৪৮৮৬৬২ ।