ছাতকে একেএম শামছুল হক ছমরু মিয়া এডুকেশন ট্রাস্টের বৃত্তি প্রদান
ছাতকের গোবিন্দগঞ্জে একেএম শামছুল হক ছমরু মিয়া মেমোরিয়্যাল এডুকেশন ট্রাস্ট’র উদ্যোগে ৬ষ্ঠ বৃত্তি পরীক্ষার সনদপত্র বিতরণ ও সম্মাননা প্রদান অনুষ্ঠান শনিবার দুপুরে গোবিন্দগঞ্জ বহুমূখী উচ্চ বিদ্যালয় কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে।
ট্রাস্টোর সভাপতি মোশতাক আহমদের সভাপতিত্বে ও গোবিন্দগঞ্জ বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, ট্রাস্টের জেনারেল সেক্রেটারি ফজলুল করিম বকুল’র পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ট্রাস্টের উপদেষ্টা লুৎফুর রহমান সরকুম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ট্রাস্টের পরীক্ষা নিয়ন্ত্রক ও গোবিন্দগঞ্জ বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান, প্রাক্তন ব্যাংকার আরব উল্লাহ। বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমান, রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুর রহমান প্রমূখ।
অনুষ্ঠানে বৃত্তি প্রাপ্ত ৪৯জন শিক্ষার্থীকে সম্মাননা প্রদান ও সনদপত্র বিতরণ করা হয়। এ সময় ট্রাস্টের সহ-সভাপতি মুজিবুর রহমান, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক-শিক্ষিকা, বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।