প্রতিটি উপজেলায় বিএনপির প্রার্থীদের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে : মিজান

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ছাতক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী বলেছেন, উপজেলা নির্বাচনে বিএনপি প্রার্থীদের বিজয়ের মাধ্যমে ৫জানুয়ারির ভোটারবিহীন নির্বাচনের জবাব দেবে জনগন। প্রতিটি উপজেলায় বিএনপির প্রার্থীদের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির প্রার্থীর বিজয়ের বিকল্প নেই। ভোটের মাধ্যমে অবৈধ সরকারকে আবারো না বলার সুযোগ এসেছে। ছাতক উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নিজাম উদ্দিনকে যোগ্য প্রার্থী হিসেবে স্থানীয় বিএনপি সমর্থন করেছে। নিজাম উদ্দিনকে বিজয়ী করার জন্য দলমত নির্বিশেষে তিনি সকলের প্রতি আহবান জানান।

শুক্রবার বিকেলে দোলারবাজার ইউনিয়ন পরিষদে এক নির্বাচনী কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দোলারবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি, ইউপি চেয়ারম্যান শাহ আব্দুল গনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি ফারুক আহমদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী নিজাম উদ্দিন।

বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির উপদেষ্টা ডাঃ কেপিএম শফিক, আতিকুর রহমান, আমিরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, মাহবুবুর রহমান, প্রচার সম্পাদক মতিউর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ছাদিকুর রহমান ছাদিক, আরব আলী, সহ তথ্য ও গবেষনা সম্পাদক জাম্মান আহমদ, ছৈলা-আফজলাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী তৈমুছ আলী, বিএনপি নেতা ছালিক মিয়া মেম্বার, শফিকুল হক দুপুর, মজনু মিয়া, আলীনুর, হাজী মুশফিকুর রহমান, বদর উদ্দিন, আবুল বশর, আফলু মিয়া, আহমদ আলী, ডাঃ এখলাছ, সিলেট জেলা ছাত্রদল নেতা নুরুল আলম, আলী আহমদ শিলু, আনোয়ার হোসেন ময়না, বিএনপি নেতা গিয়াস উদ্দিন মেম্বার, সুন্দর আলী, কয়েছ আহমদ রিপন, লায়লুছ মিয়া, ফারুক আহমদ, সাইফুল আলম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সৈয়দ মনসুর আলী, যুবদল নেতা শফিকুর রহমান শফিক, শফিকুর রহমান, উসমান আলী, রাহেল আহমদ, শাকিল আহমদ, আনর উদ্দিন, সুরমান আলী, আব্দুল লতিব নিজাম, মনসুর আহমদ, সায়হাম আহমদ, সালেহ আহমদ রুমেল, সাইদুর রহমান, তাজুদ মিয়া, আলীম উদ্দিন, আবুল কাহার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন সুজন, আদনান হোসেন আবেদ, নোমান আহমদ, ছাত্রদল নেতা মারুফ আহমদ রাজু, মনোয়ার হোসেন মান্না, আলীনুর, সেলিম আহমদ, রুমেল আহমদ, লায়েক আহমদ, শহিদুর রহমান, হায়দর আহমদ, রুহুল আমীন প্রমুখ।

x