যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকীতে শহরে আনন্দ শোভাযাত্রা

জাতীয় দৈনিক যুগান্তর এর ১৫ বছরে পদার্পণ করায় শহরে আনন্দ শোভাযাত্রা করেছে যুগান্তর স্বজন সমাবেশ।

শনিবার বেলা ১১টায় জেলা পরিষদের সাবেক প্রশাসক ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার এম এনামুল কবীর ইমনের নেতৃত্বে শহরের পৌর বিপণী চত্বর থেকে আনন্দ শোভাযাত্রাটি বের হয়ে আলফাত স্কয়ার ও শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনঃরায় পৌর বিপণী চত্বরে এসে শোভাযাত্রাটি শেষ হয়।

শোভাযাত্রায় অংশ নেন প্রেসক্লাব সভাপতি কামরুজ্জামান চৌধুরী, সাপ্তাহিক সুনামকণ্ঠের সম্পাদক ও জেলা উদীচীর সভাপতি বিজন সেন রায়, প্রেসক্লাব সাধারণ সম্পাদক লতিফুর রহমান রাজু, দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক পঙ্কজ কান্তি দে, পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র নুরুল ইসলাম বজলু প্রমুখ।

x